Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জঙ্গি অর্থায়নের অভিযোগে গার্মেন্টস ব্যবসায়ী আটক

atokজঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ দেওয়ার অভিযোগে এনামুল হক নামে এক গার্মেন্টস ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। শনিবার রাত ১০টায় রাজধানীর টঙ্গীর তুরাগ থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ আটকের খবর নিশ্চিত করে বলেন, ২০১৪ সালেরে আগস্ট মাসে শহীদ হামজা ব্রিগেডের একজন সংগঠকের ব্যাংক অ্যাকাউন্টে ১৬ লাখ টাকা দিয়েছিলেন ব্যবসায়ী এনামুল হক। অনুসন্ধানে সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ১৮ আগস্ট রাতে ধানমন্ডি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজান‍াসহ তিন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছিল। অন্য দুজন আইনজীব হলেন, হাসানুজ্জামান চৌধুরী লিটন ও মাহফুজ চৌধুরী বাপন। জঙ্গি সংগঠনে এক কোটি ৮ লাখ টাকা দেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত এই তিন আইনজীবীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে দুই দফায় তারা জাবানবন্দি দেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.