Connecting You with the Truth

জনগণের সাথে পুলিশের দূরত্ব কমাতে হবে: আইজিপি

igp
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইনশৃঙ্খলা ঠিক রাখা। কিন্তু সেটা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। জঙ্গিবাদ, মাদক পুলিশ একা প্রতিরোধ করতে পারবে না।

তিনি বলেন, জনগণের সর্বাত্মক সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে কোন কাজই সুষ্ঠুভাবে করা সম্ভব না। জনগণের সাথে পুলিশের দূরত্ব যত কমবে, মানুষ তত বেশি সেবা পাবে। অন্যদিকে পুলিশও উপকৃত হবে।

বুধবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সাবেক আইজিপি নূরুল হুদা বলেন, আইন প্রয়োগের চেয়ে আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে। মানুষকে আইন মানতে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সোজা হয়ে যাবে।

সিএমপির কমিশনার ইকবাল বাহার বলেন, আমরা সত্যিকারভাবে জনগণের আস্থার ঠিকানা হতে চাই। সিএমপির এখন ওয়েবসাইট, ফেসবুক পেজ আছে। আমরা জনগণের সঙ্গে আরও বেশি করে সম্পৃক্ত হয়ে তাদের মধ্যে নিরাপত্তাবোধটা জাগিয়ে তোলার কাজ শুরু করেছি।

মঞ্চে আইজিপি এবং সিএমপির বর্তমান কমিশনার ইকবাল বাহারের সঙ্গে হাজির হন সাবেক কমিশনারদের কয়েকজন। ছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীও।

Comments
Loading...