Connecting You with the Truth

জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারি করণের ঘোষনায় আনন্দ র‌্যালী

শরিফুল ইসলাম প্রিন্স, জলঢাকা: অবশেষে পুরণ হলো জলঢাকাবাসির দীর্ঘদিনের প্রানের দাবি স্কুল ও কলেজকে সরকারি ঘোষনা করায়। সরকার ১৪৮টি স্কুল জাতীয়করণের লক্ষ্যে দ্রত পদক্ষেপ নেযার নির্দেশনায় নীলফামারীর জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষনা দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নীলফামারী- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী করেছে স্কুল কর্তৃপক্ষ। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ের সমাবেশে মিলিত হয়। এসময় স্কুল কমিটির সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রাশেদুল হক প্রধান, থানা ইনচার্জ মোস্তফিজার রহমান, সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান ও যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাবু দীপেন্দ্র নাথ সরকার, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, আ”লীগ নেতা অধ্যক্ষ একে আজাদ, রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত, প্রতিষ্ঠান প্রধান আমিনুর রহমান ও স্কুল কমিটির সদস্য শহিদুল্লাহ প্রমুখ। এর আগে বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এক মিনিট নিরবতা পালন করা হয়। গুরুত্বপূর্ণ এই উপজেলাটিতে সরকারী স্কুল কলেজ না থাকায় দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছিল জলঢাকাবাসী। শিক্ষাবান্ধব এ সরকার জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ গোটা উপজেলাবাসী। উল্লেখ্য এর আগে জলঢাকা কলেজকে সরকারি ঘোষনা করা হয়েছে।

Comments
Loading...