Connecting You with the Truth

জাতীয় কবির প্রয়াণ দিবসে টিভির আয়োজন

Kazi Nazrul Islamবিনোদন ডেস্ক: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের টিভি চ্যানেলগুলো। এর মধ্যে আছে নাটক, গান, চলচ্চিত্র, আবৃত্তিসহ নানান কিছু। সেগুলোর মধ্য থেকে নির্বাচিত কয়েকটির খবর জেনে নিন। ফেরদৌস আরার কণ্ঠে নজরুলের চারটি গান নিয়ে সাজানো মিউজিক ভিডিও নিয়ে তৈরি হয়েছে অনুষ্ঠানটি। পরিচালনা করেছেন অনন্যা রুমা। ভিডিওগুলো নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ, মতিন রহমান, সোহানুর রহমান ও আমজাদ হোসেন। কাজী হায়াতের নির্মাণে ‘পাইয়া ফিরে চালাও তরণী’ গানে অভিনয় করেছেন মেহমুদ ও মীম। নজরুলের প্রেম পর্যায়ের গান ‘প্রিয়া মোছ এ আঁখি জল’ গানে মতিন রহমানের নির্দেশনায় মডেল হয়েছেন সালমান ডেভিড ও নওশীন নদী। সোহানুর রহমান সোহানের বানানো ‘আমার আপনার চেয়ে আপন যেজন’ গানে আছেন মারিয়া মিষ্টি ও বাপ্পি। ‘এ ঘর ভোলোানো সুর’ গানের চিত্রায়ন করেছেন আমজাদ হোসেন। এতে মডেল হন জায়ান ও স্নিগ্ধা। চ্যানেল আইতে এটি প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। এদিকে বাংলাভিশনে বিকেল ৫টা ২৫ মিনিটে প্রচার হবে ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান ‘না মিটিতে সাধ মোর’।

Comments
Loading...