Connecting You with the Truth

টস জিতে ব্যাটিংয়ে আমিরাত

1457011470স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আমিরাত অধিনায়ক আমজাদ জাভেদ।

চার ম্যাচের প্রথম তিনটি জিতে ভারত চলমান এশিয়া কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অপরদিকে প্রথম তিন ম্যাচে হেরে ফাইনালের লড়াই থেকে ছিটকে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। তাই এ ম্যাচটি নিয়ম রক্ষার।

ভারত চলতি এশিয়া কাপের দুর্দান্ত ফর্মে আছে। বাংলাদেশের বিপক্ষে বড় জয়ে শুরু হয়েছে তাদের মিশন। এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কাকেও হারিয়েছে তারা। সবকটি ম্যাচে ব্যাট-বল দুদিকেই দুর্দান্ত পারফর্ম করেছে দলটির ক্রিকেটাররা। আইপিএলে খেলা ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে টি২০ ফরম্যাটে লড়াইটা যে কোনো দলের জন্যই কঠিন। সেখানে আবার উপমহাদেশের পিচে হলে তো কথাই নেই।

তবে ভারত অবশ্য এই ম্যাচটিকে নিচ্ছে ফাইনালের প্রস্তুতি হিসেবে। উইনিং কম্বিনেশন ভাঙতে না চাইলেও ভারত যে সাইড বেঞ্চে বসাদের সুযোগ দিতে চায়, সে কথা জানালেন অধিনায়ক ধোনি নিজেই। সেক্ষেত্রে তিন থেকে চারটি পরিবর্তন আসতে পারে ভারতের একাদশে।

Comments
Loading...