ঠাকুরগাঁওয়ে রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে একটি মন্দিরে সনাতন ও ইসকন ধর্মালম্বীরা পূজার প্রস্তুতি নেওয়ার কারণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ওই ইউনিয়নের ভাতগাঁও মাদারগঞ্জ গ্রামে শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি করা হয়।
জানা গেছে, শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমি ভোগ দখলকে কেন্দ্র করে সনাতন ও ইসকন ধর্মালম্বীদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকন পন্থি ও সনাতন ধর্মালম্বীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ফুলবাবু নামে একজন নিহত হন। এরপর থেকে মন্দির কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয় উপজেলা প্রশাসন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, একই মন্দিরে সনাতন ও ইসকন ধর্মালম্বীরা শ্বারদীয় দূজাপূজা উৎসব পালন করার জন্য উদ্যোগ নেয়। এ কারণে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মন্দির কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যে না ঘটে সেজন্য ১৪৪ ধারা জারি করা হয়।