Connecting You with the Truth

ঠাকুরগাও রাণীশংকৈল প্রেস ক্লাব নির্বাচনে জমে উঠেছে মর্যাদার লড়াই

রাণীশংকৈল(ঠাকুরগাও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে জমে উঠেছে মর্যাদার লড়াই । দু’প্রেস ক্লাব একত্রিত হওয়ায় ২০ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথম নির্বাচন আগামী ৩১ শে জানুয়ারী ২২ জন সদস্য, ৭ টি পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩ জন করে প্রার্থী থাকলেও জমে উঠেছে দ্বিমুখি লড়াই। সহ-সভাপতি পদে তুমুল প্রতিদ্বন্দিতা হওয়ার আশংকা করা যাচ্ছে। শংসয় কাটছেনা কারণ কে জিতবে এ লড়াইয়ে। ভোটার সংখ্যার কাছাকাছি প্রার্থী হওয়ায় এ শংসয় থেকে যায়। বিগত সময়ে সাধারণ সদস্যদের কে কতটুকু মূল্যায়ন করেছে তা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। ভোটার সংখ্যা কম হলেও প্রার্থীদের চোখে ঘুম নেই ছুটছে একে অন্যের কাছে। নিজের ঝুড়িতে ভোট সংগ্রহ করতে নানা কৌশল অবলম্বন করা হচ্ছে। কে কতটুকু সুবিধা অর্জন করতে পারবে সেটিই এখন মুল বিষয় হয়ে দাঁড়িয়েছে সুধিমহলের কাছে।

সভাপতি পদে ৩ জন মোঃ আনোয়ারুল ইসলাম(ইত্তেফাক), মোঃ মোবারক আলী (ভোরের কাগজ), আশরাফুল আলম (ইনকিলাব), সহ-সভাপতি পদে ২ জন মোঃ সেতাউর রহমান ( দৈনিক নিউজ), মোঃ নুরুল হক (দৈনিক উত্তরা), সাধারণ সম্পাদক পদে ৩ জন মোঃ আনোয়ার হোসেন আকাশ(আমাদের সময়), মোঃ বিপ্লব(করতোয়া), মোঃ কুশমত আলী(বজ্রশক্তি), যুগ্ম-সম্পাদক মোঃ জিয়াউর রহমান ( স্বর্ণ সকাল), অর্থ ও দপ্তর সম্পাদক পদে ১ জন মোঃ খুরশিদ আলম শাওন (দিনকাল), প্রচার সম্পাদক পদে ২ জন আবুল কালাম আজাদ (আজকের প্রতিভা) ও মোঃ রেজাউল প্রধান(জনমত), নির্বাহী সদস্য পদে ৪ জন মোঃ আনোয়ার হোসেন জীবন(দৈনিক নিউজ টুডে), আইয়ুব আলী (দৈনিক সংগ্রাম), এ,কে আজাদ (দৈনিক অগ্নি শিখা) ও রুহুল আমিন (দৈনিক নিরপেক্ষ সংবাদ)।

তীব্র শীতকে উপেক্ষা করে প্রার্থীরা ঘুরছেন আরেক প্রার্থীর দ্বারে দ্বারে। টান টান উত্তেজনা বিরাজ করছে ভোটারের সংখ্যা কম হওয়ায়।

Comments
Loading...