Connecting You with the Truth

ঢাকা-পার্বতীপুর-ঢাকা রুটে ঈদ স্পেশাল ট্রেন চালু

দিনাজপুর : ঈদে ঘরে ফেরা ও ঈদ শেষে কর্মস্থলে ফেরতের সুবিধার্থে রেলওয়ে পশ্চিমজোন বুধবার থেকে পার্বতীপুর-ঢাকা রুটে দুটি ‘ঈদ স্পেশাল’ ট্রেন চালু করেছে। এই ‘ঈদ স্পেশাল’ ট্রেন চলাচল করবে ২৬ জুলাই পর্যন্ত। ঈদের দিন ও ঈদের পরদিন ট্রেন চলাচল বন্ধ থাকবে। ট্রেনের ভাড়া অন্যান্য আন্তঃনগর ট্রেনের ভাড়ার মতই।

জানা গেছে, প্রতি বছরের মত এবারো ঈদুল ফিতরকে সামনে রেখে ৯টি যাত্রীবাহী কোচ নিয়ে পার্বতীপুর-ঢাকা রেলপথে ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। ট্রেনের আসন রয়েছে ৭২৮টি। এর মধ্যে প্রথম শ্রেণী ফ্লাট ২৪টি ও শোভন সাধারণ ৭০৪টি।

ট্রেনটি প্রতিদিন সকাল পৌনে সাতটায় পার্বতীপুর থেকে ছেড়ে বিকেল তিনটা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকায় দেড় ঘণ্টা বিরতির পর ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে বিকেল পাঁচটা ২০ মিনিটে ছেড়ে রাত তিনটায় পার্বতীপুর এসে পৌঁছাবে।

ট্রেনটি ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাধনগর, নাটোর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়াইব্রিজ, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও পূর্ব, মির্জাপুর, মৌচাক, জয়দেবপুর এবং বিমানবন্দর স্টেশনে থামবে।

Comments
Loading...