Connecting You with the Truth

ঢামেক বার্ন ইউনিটে প্লাস্টিক সার্জারি করবেন বিদেশি চিকিৎসকরা

Burn- unit dmcস্টাফ রিপোর্টার:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের রোগীদের চিকিৎসা দিতে ইউরোপ থেকে ১০ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল ঢাকায় এসেছেন। জার্মানি, হাঙ্গেরি ও নেদারল্যান্ডের ১০ সদস্যের এই চিকিৎসক প্রতিনিধি দল গত কাল ঢামেকে পৌঁছান। ঢামেকে তারা বিনা পারিশ্রমিকে সহিংসতায় দগ্ধ রোগীসহ সাধারণ রোগীদের প্লাস্টিক সার্জারি করাবেন বলে জানিয়েছেন।
বার্ন ইউনিটের তৃতীয় তলার কনফারেন্স রুমে গত কাল দুপুরে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এ তথ্য জানান। ‘ফর বাংলাদেশ এ্যাসোসিয়েশনের’ উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের দশ জনের নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- হাঙ্গেরির সিনিয়র প্লাস্টিক সার্জন ডা. জর্জ পাতাকি, জার্মানির সিনিয়র প্লাস্টিক সার্জন ডা. পিটার প্রিজলার এবং নেদারল্যান্ডের সিনিয়র নার্স মিসেস গ্রিটা হেসেলিং, বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম জানান, “আজ থেকে প্লাস্টিক সার্জারি শুরু করা হবে। আশা করি আমাদের ৪টি অপারেশন থিয়েটারে আগামী সাত দিনে এক থেকে দেড়শ’ জন অপারেশন করতে সক্ষম হবো।”a

Comments
Loading...