Connecting You with the Truth

তিউনিসে হামলা চালায় তিন অস্ত্রধারী

aed3abc7b7524c48b3a1145c38e9c829_18আন্তর্জাতিক ডেস্ক:

তিউনিসিয়ার রাজধানী তিউনিসের জাদুঘরে প্রাণঘাতী হামলা চালানো তৃতীয় অস্ত্রধারী এখনো ‘পলাতক’ বলে এক টিভি সাক্ষাৎকারে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বেহি কেইড এসাবসাই। হামলাকারী তিনজনই ছিল এ খবর নিশ্চিত করে এসাবসাই বলেন, একজন এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। তবে সে খুব বেশিদূর যেতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। জাদুঘরে দুজন হামলাকারীই হামলা চালায় বলে ধারণা করা হচ্ছিল। হামলার পর নিরাপত্তা বাহিনীর হামলায় দুই হামলাকারী নিহত হয়। কিন্তু রোববার ইউরোপ-১ বেতার, আইটিইএলই এবং লা মন্ডে পত্রিকাসহ টিভি সাক্ষাৎকারে এসবসাই বলেন, হামলাকারী তিনজন ছিল তা নিশ্চিত। কারণ, নজরদারি ক্যামেরায় তার ছবি আছে এবং তাকে সনাক্ত করা গেছে। তিনি আরো বলেন, “আমরা হামলাকারীকে খুঁজে বের করে দেয়ার জন্য আমরা জনগণকে অনুরোধ জানিয়েছি। কারণ, লোকজন এ ব্যাপারে আগ্রহী।”

Comments
Loading...