তৈলাক্ত চুলের সমস্যা?
রকমারি ডেস্ক:
তৈলাক্ত ত্বক যেমন বিরক্তিকর ঠিক তেমনই বিরক্তিকর তৈলাক্ত চুলের সমস্যা। মাথার ত্বক অনেক বেশি তৈলাক্ত হওয়ার কারণে চুলে তেলতেলে ভাব চলে আসে যা চুলের জন্যও ভালো নয় মোটেই। এতে করে চুলে খুব দ্রুত ময়লা আটকে যায় এবং চুল পড়া শুরু হয়। এই সমস্যা সমাধানের খুব সহজে কিছু উপায় রয়েছে। চলুন তবে জেনে নেয়া যাক তৈলাক্ত চুলের সমস্যা থেকে মুক্তির দারুণ কিছু উপায়।
১) নিজেই তৈরি করে নিন অয়েল-রিমুভিং শ্যাম্পু
১ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং ১ টেবিল চামচ তাজা লেবুর রস একসাথে মিশিয়ে শজেই তৈলাক্ত চুলের জন্য শ্যাম্পু তৈরি করে নিতে পারেন। এটি বাড়তি তেল সরিয়ে ফেলে এবং চুলের ফলিকল নারিশ করে।
২) প্রতিদিন চুল ধোবেন
তৈলাক্ত চুলের সমস্যা দূর করতে প্রয়োজনবধে প্রতিদিন চুল ধুয়ে পরিষ্কার রাখবেন। তা না হলে তেলতেলে ভাব বেশি বেড়ে যাবে।
৩) তৈলাক্ত চুলের জন্য উপযোগী শ্যাম্পু ব্যবহার করুন
তৈলাক্ত চুলের জন্য বাজারে উপযোগী শ্যাম্পু পাওয়া যায়। অন্য শ্যাম্পু ব্যবহার না করে এগুলো ব্যবহার করাই ভালো।
৪) শ্যাম্পু খুব ভালো করে চুল থেকে ধুয়ে ফেলবেন
শ্যাম্পু খুব ভালো করে ধুয়ে না ফেললে তা মাথার ত্বকের গ্ল্যান্ড থেকে আরও বেশি তেল উৎপন্ন করা শুরু করে। তাই শ্যাম্পু করার পর অবশ্যই ভালো করে চুল ধুয়ে ফেলবেন।
৫) বেকিং সোডা বা পাউডার ছিটিয়ে দিন চুলে
চুলে ভালো করে বেকিং সোডা বা সাধারণ পাউডার ছিটিয়ে দিন। এরপর চুল আঁচড়ে ঝেরে ফেলুন। এতে চুলের এবং মাথার ত্বকের বাড়তি তেল শুষে যাবে।
৬) ডিমের কুসুম ও লেবুর রসের ব্যবহার
চুল খুব ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিন। এরপর মাথার ত্বকে ডিমের কুসুম এবং লেবুর রস একসাথে মিশিয়ে লাগিয়ে নিন। খানিকক্ষণ রেখে চুল ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পাবেন।