Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

থাইল্যান্ডে ‘রেড শার্ট’ নেতার দুই বছরের কারাদণ্ড

b511e1ebb4f6485c911e405c9dc9be14_18আন্তর্জাতিক ডেস্ক:

থাইল্যান্ডের সাবেক এক প্রধানমন্ত্রীকে অবমাননার জন্য রেড শার্ট খ্যাত আন্দোলনের এক নেতাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ২০০৯ সালের অক্টোবরে রেড শার্ট খ্যাত আন্দোলনের নেতা জাতুপর্ন প্রমপান সাবেক প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার বিরুদ্ধে অবমাননাকর বক্তৃতা দিয়েছেন এমন অভিযোগে বুধবার দেশটির একটি আদালত এ রায় দেন। অভিজিৎ ভেজ্জাজিভা সেনাবাহিনীর প্রতি বিশ্বস্ত ছিলেন। আদালতের এক কর্মকর্তা জানান, জাতুপর্ন প্রমপানকে একনাগাড়ে দুই বছর কারাগারে থাকতে হবে। রেড শার্ট আন্দোলনের চেয়ারম্যান জাতুপর্ণের বিরুদ্ধে আদালতে গত কয়েক বছর ধরে মানহানিসহ বেশ কয়েকটি মামলা চলছে। তার আইনজীবী ইউইয়াত চাতমনত্রি বলেন, তার মক্কেলকে দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে এবং রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন।

Leave A Reply

Your email address will not be published.