Connecting You with the Truth

দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লক মাঠে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিকালে বৃষ্টি হচ্ছিল। এ সময় ওই মাঠে ফুটবল খেলতে যায় কয়েকজন তরুণ। বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় একজন। তাকে

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম সাংবাদিকদের হতাহতের খবর নিশ্চিত করেন।

গত কয়েক বছর ধরে দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে বজ্রপাতে মৃত্যু। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বরযাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়।

Comments