Connecting You with the Truth

দুর্নীতির অভিযোগে গাইবান্ধার রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

oniyom-durniti

গাইবান্ধা প্রতিনিধি: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গাইবান্ধা সদর উপজেলার রহমতপুর এম.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার দুপুরে এ তথ্য জানা যায়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম জানান, প্রধান শিক্ষক রুহুল আমিন এর আগে শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণে বোর্ডের নির্ধারিত ফি’র অতিরিক্ত গ্রহণ করে প্রায় ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন। এছাড়া তিনি পরিচালনা কমিটির সভাপতি ও নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে বিভিন্ন খাত থেকে উত্তোলন করে আরও প্রায় দেড় লাখ টাকা আত্মসাৎ করেছেন।
আব্দুস সালাম আরও জানান, প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। তিনি ফৌজদারি মামলার চার্জশীট ভুক্ত আসামী। এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির দুই সদস্যের বিরুদ্ধে প্রধান শিক্ষক রুহুল আমিন একটি মিথ্যা ও হয়রানি মামলা দায়ের করেন। এ নিয়ে প্রধান শিক্ষককে গত ১৫ সেপ্টেম্বর কারণ দর্শানের নোটিশ দেয়া হয়। কিন্তু তিনি নোটিশ পাওয়ার নির্ধারিত সাতদিন পরও জবাব দেননি। পরে গত বুধবার পরিচালনা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

Comments
Loading...