Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

চট্টগ্রাম ব্যুরো:
‎‎বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আপোষহীন ভূমিকার জন্য দেশজুড়ে সমাদৃত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) রাজধানীর গুলশানস্থ আজাদ মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এ দোয়া মাহফিলে দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

‎মিলাদ ও মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

‎দোয়া মাহফিল শেষে বিএনপি নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Leave A Reply

Your email address will not be published.