দেশব্যাপী সহিংসতা ও নাশকতার প্রতিবাদে লালমনিরহাটে জার্নালিস্ট এ্যাসোসীয়েশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
লালমনিরহাট প্রতিনিধি: সংঘাত নয় শান্তি, রাজনীতিতে চাই সম্প্রীতি। এই শ্লোগানকে সামনে রেখে চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও দেশব্যাপী সহিংসতা এবং নাশকতার প্রতিবাদে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসীয়েশন লালমনিরহাট জেলা শাখার ব্যানারে আয়োজিত কর্মসুচীতে মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, আইনজীবি, শ্রমিক সংগঠন, রাজনীতিবিদ ও সংবাদকর্মী ছাড়াও সুশীল সমাজের লোক অংশ নেয়। সোমবার বিকেলে স্থানীয় মিশন মোড় চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওমীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মৈনিক জনকন্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রিপন, জেলা যুবলীগ সভাপতি মোড়ল হুমায়ুন কবির, তরুণলীগের আহ্বায়ক শহিদুল হক, জেলা শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান ও এ্যাসোসীশনের সভাপতি সাংবাদিক ওয়ালিউর রহমান রাজু, যুগ্ম সা.সম্পাদক এম এ হাশেম প্রমুখ। বক্তারা চলমান এই অস্থিতিশীল পরিস্থিতি প্রতিবাদ জানিয়ে এসএসসি পরিক্ষার সুযোগ সৃষ্টিসহ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানান।