Connecting You with the Truth

দেশে ফিরেছেন কাটার মুস্তাফিজ

fizz

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিশন সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। সোমবার রাত ১০.৩০ টায় দেশে ফিরেছেন তিনি।

ওয়ার্নার-মুস্তাফিজ-ভুবনেশ্বর কুমারদের হাত ধরে আইপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ। নিজের ক্যারিয়ারে প্রথমবার এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে শিরোপা জয়ের আনন্দে নিয়েই দেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশি তারকা ক্রিকেটার।

সোমবার রাতে হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে সেখানে ভিআইপি লাউঞ্জে তাকে অভ্যর্থনা জানানো হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে তাকে বরণ করে নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়। রাত উপেক্ষো করে এসময় বিমান বন্দরের বাইরে ভিড় করেন মুস্তাফিজ ভক্তরা। বিডিপি/আমিরুল

Comments
Loading...