Connecting You with the Truth

দৌলতপুরে অগ্নিকাণ্ডে ৩টি বাড়ি ভস্মীভূত, ৮ লক্ষ টাকার ক্ষতি

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নওদাপাড়া এলাকা আগুনে ৩ টি বাড়ি স¤পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। আগুনে হালের গরু, নগদ টাকা, পাটসহ ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ সময় জুয়েল রানা নামে এক গৃহকর্তার শরীর ঝলসে যায়।
জানা যায়, শনিবার রাত ১টার দিকে জগন্নাথপুর নওদাপাড়া গ্রামের আব্দুল আউয়াল এর বাড়িতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তার ছেলে জাহাঙ্গীর ও জুয়েল রানার বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ৩ বাড়ির ১০ ঘর স¤পূর্ণরূপে ভস্মীভূত হয়। আগুনে পুড়ে ২টি হালের গরু মারা গেছে। এবং নগদ ৬০ হাজার টাকা, কাপড়-চোপড়, আসবাবপত্র, ১১০ মণ পাট, ধান, চাল, গমসহ প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

Comments
Loading...