Connecting You with the Truth

ধর্মশালায় বেড়াতে এসে গণধর্ষিতা মার্কিন মহিলা

fileআন্তর্জাতিক ডেস্ক: ভারতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। ধরমশালা ঘুরে দেখার ইচ্ছা ছিল বছর ছেচল্লিশের ওই মার্কিন মহিলার। অভিজ্ঞতা সুখের হয়নি। ধরমশালা বাজার থেকেই তাঁকে তুলে নিয়ে যায় দুই দুষ্কৃতী। নির্যাতিতা পরে পুলিশকে জানিয়েছেন, তাঁকে অচেতন করে দেওয়া হয়েছিল। জ্ঞান ফেরার পর বুঝতে পারেন, ধর্ষিতা হয়েছেন।

ধরমশালার পুলিশ খুবই সংবেদনশীলতার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়েছে মার্কিন মহিলার দিকে। অভিযোগ পেয়েই এফআইআর নথিবদ্ধ করা হয়েছে। পুলিশই ব্যবস্থা করেছে উপযুক্ত চিকিৎসার। শুরু হয়েছে তদন্ত। দুষ্কৃতীদের খোঁজ মেলেনি এখনও। তবে পুলিশের সহযোগিতা কিছুটা হলেও প্রলেপ দিয়েছে ওই মার্কিনির ক্ষতে।

বিদেশি পর্যটকদের উপর নির্যাতনের ঘটনা কিন্তু দেশে এই প্রথম নয়। গত কয়েক বছরে এই ধরনের একাধিক ঘটনা সামনে এসেছে। এক জাপানি কিশোরীকে ধর্ষণের দায়ে জয়পুরের আদালত এ মাসের শুরুতেই সাজা শুনিয়েছে ৩ জনকে। মূল অপরাধী জাপানি পর্যটকদের গাইড হয়েছিল। ধর্ষিতাকে সে দল থেকে কৌশলে বিচ্ছিন্ন করে। তার পর তিন জনে মিলে ধর্ষণ করে। কলকাতাতেও এক জাপানি মহিলার ধর্ষণের অভিযোগে বিচার চলছে পাঁচ জনের। গত বছর দিল্লিতে এক ড্যানিশ মহিলার ধর্ষণের অভিযোগে বিচার চলছে ছ’জনের।

প্রতি বছরই হাজার হাজার বিদেশি পর্যটক ভারতে আসেন। ঘুরে দেখেন দেশের বিভিন্ন প্রান্ত। কেউ আসেন দল বেঁধে। কেউ একাই। শুধু প্রাকৃতিক সৌন্দর্যের টান নয়, ভারতকে আরও ভাল করে জানা বিদেশি পর্যটকদের কাছে অন্যতম উৎসাহের বিষয়। কিন্তু, বিদেশি পর্যটকদের সঙ্গে গত কয়েক বছরে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা উদ্বেগ বাড়িয়েছে বিভিন্ন মহলে।

বাংলাদেশেরপত্র.কম/এডি/আর

Comments
Loading...