নওগাঁ সরকারি কলেজের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
এস,এম রাসেল,নওগাঁ: নওগাঁ জেলায় মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়ায়, দর্শন বিভাগ, নওগাঁ সরকারি কলেজের উদ্যোগে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী রিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম জিল্লুর রহমান, উপাধক্ষ ড. মোঃ মোস্তাফিজুর রহমান, দর্শন বিভাগীয় প্রধান আব্দুস সামাদ, সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম (দর্শন বিভাগ), প্রভাসক সাবরিন নাহার (দর্শন বিভাগ), বিভাগীয় প্রধান সুভাস চন্দ্র (পদার্থ বিজ্ঞান বিভাগ), বিভাগীয় প্রধান মুহাঃ জালাল (ইসঃ ইতিঃ বিভাগ), সহকারী অধ্যাপক বেলাল উদ্দিন (ইসঃ ইতিঃ বিভাগ)। এছাড়া আরও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের কিছু ছাত্র-ছাত্রী বৃন্দ। চকরামপুর মধ্যপাড়ায় দুপুর ১.৩০ মিনিটে গরীব-দুঃখী অসহায় মানুষের নামের তালিকা পূর্বক তাদের ১৮০ টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেয়া হয়। এতে বিশেষভাবে সহযোগীতা করেছেন মো. মুনসুর রহমান (প্রধান শিক্ষক, দাসপাড়া উচ্চ বিদ্যালয়)। বন্যা কবলীত এলাকার ভুক্তভোগী মোঃ শফিকুল ইসলামের সাথে কথা বলে জানা যায় আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধের খুব কাছাকাছি তার বাড়ি হওয়ায়, বাধ ভাঙ্গার সাথে তার বসত বাড়িও পানির সাথে ভেষে গেছে। এছাড়াও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় বন্যা দূর্গত এলাকাগুলোতে পূর্বেও তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ত্রাণসামগ্রী পেয়েছেন।