নওগাঁয় অতিথি পাখির কলকাকলীতে মুখরিত চারদিক
আল ইমরান হোসেন, নওগাঁ: শীতের আগমনী বার্তায় অতিথি পাখি আসতে শুরু করেছে। নানা রঙ বেরঙ এর পাখির আগমন ও কলকাকলীতে মুখরিত হয়ে উঠেছে চারদিক। সুত্রে জানা যায়, নওগাঁ সদর ও নিকটতম উপজেলার বিভিন্ন বিল ঝিলে দেখা মিলছে নানা রঙ বেরঙের নাম অজানা পাখি। তাছাড়া এই সব পাখিদের মধ্যে রয়েছে বালিহাঁস, সাদা রঙের বক, ইত্যাদি রয়েছে। পাখিগুলো আকাশে দল বেঁধে উড়ছে আবার বিলে ঝিলে নামছে দল বেঁধেই। শিকারিরা এইসব পাখিদের ব্যাপক হারে শিকার করছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শীতের তীব্রতা কম হওয়ার কারনে এসব পাখি এসে আবাস্থল হিসাবে বাংলাদেশের বিভিন্ন জেলার বিল ঝিল নদীতে বাস করছে। আবার অন্যান্য দেশে শীতের তীব্রতা কমে গেলে সেসব দেশে চলে যাবে এসব অতিথি পাখি।