Connecting You with the Truth

নওগাঁয় আখ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

IMG_20160214_103320

আল ইমরান হোসেন, নওগাঁ: চিনি ও গুড়ঁ এর একমাত্র উপাদান আখ। আর এই আখ থেকে চিনি ও গুড়ঁ তৈরি হয়। নওগাঁ জেলার বৌদ্ধবিহার খ্যাত বদলগাছী উপজেলায় ব্যাপকহারে আখ চাষ করেছেন কৃষকরা। সুত্রে জানা যায়, গত বছরের তুলনায় এই বছরে কৃষকরা বেশি আখ চাষ করছেন। অল্প খরচে বেশি লাভজনক হওয়ায় আখ চাষে আগ্রহ প্রকাশ করছেন উক্ত উপজেলার আখ চাষিরা। বদলগাছী উপজেলার উত্তর মির্জাপুর এলাকার আখ চাষি মো:খায়রুল ইসলাম(৩৯) জানান,তিনি ২ বিঘা জমিতে আখ চাষ করেছেন। তিনি অক্টোবর – নভেম্বর-১৪ ইং তে প্রথমে আখ রোপণ করেন। প্রথমে আখ চাষ করে বেশি লাভজনক হওয়ায় দ্বিতীয় বারেও আখ রোপণ করেন তাতেও লাভ হয়। আবার তিনি উক্ত জমিতে তৃতীয় বারের মতো আখ চাষ করছেন। তিনি বলেন, ২ বিঘা জমিতে খরচ প্রায় ১০ হাজার টাকার মতো হয়। আল্লাহর রহমতে এই বারেও আখ চাষে লাভ অর্জন করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

Comments