Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাসে আগুন, তদন্ত কমিটি গঠন

fire picময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। গত কাল সকাল ১১টায় এ ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বাসটি বিশ্ববিদ্যালয়ের গ্যারেজের মধ্যে ছিল। গত কাল ভোরে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের বাম পাশের চাকা, জানালার গ্লাসসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোন ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে কেরোসিনের বোতল ও দিয়াশলাই পাওয়া গেছে বলে জানান তিনি। পুলিশ এসব উদ্ধার করে থানায় নিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল বাশার জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মাহাবুব হোসেনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। যোগাযোগ করা হলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.