Connecting You with the Truth

নান্দাইল ব্র্যাক শিক্ষা কর্মসূচি আয়োজিত ‘শহরের তুলনায় গ্রামের বিদ্যালয়ের শিক্ষকদের সুযোগ-সুবিধা অধিক প্রয়োজন’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠিত

nandailনান্দাইল প্রতিনিধি:
নান্দাইল ব্র্যাক শিক্ষা কর্মসূচি (পেইস) এর আয়োজনে উপজেলা সদর নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী ‘শহরের তুলনায় গ্রামের বিদ্যালয়ের শিক্ষদের সুযোগ-সুবিধা অধিক প্রয়োজন’ শীর্ষক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্তঃবিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার পাঁচানী উচ্চ বিদ্যালয়, উদং মধুপুর উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে নান্দাইল উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার্স আপ উদং মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। এছাড়া অংশগ্রহণ করে নান্দাইল রোড বহুমুখী উচ্চ বিদ্যালয় দল। নান্দাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ও ব্র্যাকের এল আর পি মো. এনামুল হক বাবুল মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞ বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন সুমুর্ত্ত জাহান মহিলা কলেজের প্যানেল বিচারক অধ্যাপক বাবু অরবিন্দ পাল, নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি প্যানেল বিচারক মো. ফজলুল হক ভূইঁয়া ও প্যানেল বিচারক সাংবাদিক এবি সিদ্দিক খসরু। সার্বিক সমন্বয় করেন পেইস কর্মসূচির সংগঠক মো. মনসুর আলী (ঈশ্বরগঞ্জ/নান্দাইল)। সকালে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন পাঁচানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম ও উদং মধুপর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক ফকির। বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষকরা হচ্ছেন পাচাঁনী উচ্চ বিদ্যালয়ের মো. সোহরাব উদ্দিন, কুলসুম আরা, মো. মোশারফ হোসেন (দলনেতা)। উদং মধুপুর উচ্চ বিদ্যালয়ের নূর মোহাম্মদ, মো. সাব্বির হোসেন, মো. উসমান গণি (দলনেতা)। নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের শাপলা বেগম, নাজনীন বেগম, জেবুন্নেসা দিপ্তী (দলনেতা)। উল্লেখ্য, পাঁচানী উচ্চ বিদ্যালয় দল নান্দাইল উপজেলা চ্যাম্পিয়ন দল হিসাবে ময়মনসিংহ জেলা সদরে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

Leave A Reply

Your email address will not be published.