Connecting You with the Truth

নারায়ণগঞ্জের সেই বাড়ির মালিক গ্রেফতার

tamim_chowdhury_narayanganj_houseনারায়নগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের পাইকপাড়ায় যে বাড়িতে পুলিশের অভিযানে তামিম চৌধুরীসহ তিন জন নিহত হয় সেই বাড়ির মালিককে আজ গ্রেফতার দেখিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক বলেন তথ্য গোপনের অভিযোগে ৫৪ ধারায় বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ান কে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গতকাল বাড়ির মালিক সহ আরো কয়েকজনকে আটক করে পুলিশ।
পুলিশ বলছে মাস খানেক আগে তিন তলা বাড়ির তৃতীয় তলায় ভাড়া নেয় তারা। গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে পাইকপাড়ার ঐ বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
এর আগে ভোররাত থেকেই তারা তিন তলা ঐ ভবনটি ঘিরে রাখে। প্রায় এক ঘণ্টার অভিযানে তিন জন জঙ্গি নিহত হয় বলে জানায় পুলিশ। পুলিশ এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন হিট স্টর্ম’।

Comments
Loading...