নিজ পদ থেকে সড়ে দাড়ালেন পুয়েল
স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনার সাবেক ডিফেন্ডার কার্লোস পুয়েল এক ঘোষণার মাধ্যমে ক্লাবের সহকারি পরিচালকের পদ থেকে বিদায় জানালেন। এর আগে দলের স্পোর্টিং ডিরেক্টর আন্দোনি জুবিজারেতা বিদায় নিলে এ পদে পুয়েল অভিষিক্ত হয়েছিলেন। পুয়েল তার ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, ‘ আমি এ ঘোষণার মাধ্যমে সবাইকে জানাতে চাই, ক্লাবের সঙ্গে সকল কাজ থেকে আমি বিদায় জানাচ্ছি। গত তিন মাসের বেশি আমাকে ক্লাবের বিভিন্ন দিক দেখার সুযোগ দেয়া হয়েছিল। আমি এখান থেকে অনেক কিছু শিখেছি। আমি বার্সার প্রতি কৃতজ্ঞ। তবে আমি আমার এ অভিজ্ঞতা অন্য কোথাও কাজে লাগাতে চাই।’ তিনি আরো বলেন, ‘আমি ভবিষ্যতে আমার ব্যক্তিগত ও পেশাদারি ব্যাপারগুলো আরো উন্নতি করতে চাই। আমি আশাকরি এখানে আবারো ফিরে আসবো। কারণ এ ক্লাব আমাকে যা দিয়েছে আমি আরো বেশি দিতে চাই।’ পুয়েল পাশাপাশি এ ক্লাবে খেলে যত সুনাম অর্জন করেছে তার জন্য ক্লাবের কর্মকর্তা, সতীর্থ ও সকল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। স্প্যানিস এ তারকা বার্সেলোনার হয়ে ১৯৯৯ থেকে ২০১৪ পর্যন্ত ৩৯২টি ম্যাচ খেলেছিলেন। ডিফেন্ডার হিসেবে খেলা এ তারকা ১২টি গোলও করেছেন।