Connecting You with the Truth

নিজের প্রাণ দিয়ে দুই শিক্ষার্থীকে বাঁচালেন পিকআপ চালক

উত্তর বাড্ডা - uttor badda

ডেস্ক রিপোর্ট: দুপুরের দিকে উত্তর বাড্ডার পাঁচখোলা খালে বল নিয়ে ওয়াটার পোলো খেলছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নয় বন্ধু। কিন্তু খেলার উচ্ছ্বাস কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে গেলো।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল জানিয়েছেন, “বলটি ভেসে দুরে চলে গিয়েছিলো। যারা খেলছিলেন তাদের মধ্যে দুজন খুব একটা ভালো সাতার জানেন না না। তারা বলটি আনতে গেলে পানিতে ডুবে যেতে থাকেন। তাদের চিৎকারে এগিয়ে যান পিক আপ ভ্যান চালক সারোয়ার”
এম এ জলিল বলছেন, “সাতরে ঐ দুই জনকে সারোয়ার উদ্ধার করেছেন ঠিকই কিন্তু পরে আরো দুরে গিয়েছিলেন ভেসে যাওয়া বলটি আনতে। এর পর আর তীরে ফিরতে পারে নি”
বিকেল পাঁচটার দিকে দমকল বাহিনীর ডুবুরীরা তার মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন তিনি। বরগুনার ছেলে সারোয়ার ঢাকার নতুন বাজার এলাকায় বোনের বাসায় থাকতেন।
এই গাড়ি চালক আজ সেখানে গিয়েছিলেন পিক আপ ট্রাকটি খালের পানিতে ধুয়ে পরিষ্কার করার জন্য। দুজনকে প্রাণে বাঁচালেও নিজে আর বাঁচতে পারেন নি।

Comments
Loading...