Connecting You with the Truth

নীলফামারী সৈয়দপুরে কাপড় মার্কেটে অগ্নিকান্ডে ৫০ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০ কোটি টাকা

Fire

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে রেল বাজারের কাপড় মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫০টি দোকান পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা প্রত্যক্ষদর্শীরা জানায়।
জানা যায়, রবিবার রাত প্রায় ৩টার সময় রেলওয়ে বাজারের কাপড় মার্কেটের জুবায়ের গার্মেন্টস’র শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের খবর পাড়া- মহল্লার মসজিদেও মাইকে ঘোষণা শুনে দোকানদাররা ছুটে আসেন। এদিকে সৈয়দপুর, নীলফামারী, ডোমার ও পার্বতীপুর ফায়ার ব্রিগেডের ৮টি ইউনিট প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেনাবাহিনীও উদ্ধার কাজে এগিয়ে আসেন। অগ্নিকান্ডে গার্মেন্টস, শাড়ি, লুঙ্গি, থান কাপড় ও টেনলার্স’র ৫০টি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের পর সৈয়দপুর সার্কেলের এএসপি এম,এন সাজেদুর রহমান, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, পৌর মেয় আমজাদ হোসেন সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সারেহ মো. মুসা জঙ্গী ঘটনাস্থল পরিদর্শন করেন।

Comments
Loading...