Connecting You with the Truth

নীলফামারীতে সানিটা সিরামিকস টাইলস’র ডিলার সম্মেলন অনুষ্ঠিত

শাহজাহান আলী মনন, নীলফামারী: নীলফামারীর সানিটা সিরামিকসের টাইলস ইউনিটের ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ এপ্রিল) বেলা ১১টায় সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জে টাইলস ইউনিটের কারখানার সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাবসায়ীক পরিধি ও উৎপাদিত পন্যের গুনগত মানবৃদ্ধির প্রত্যয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম ফারুকের সভাপতিত্বে সম্মেলন ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম শাওন, মহাব্যবস্থাপক অনিক ইসলাম সরকারসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী সম্মেলনে সারাদেশ থেকে আসা ৮১ জন ডিলার তাদের সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। কারখানা কর্তৃপক্ষ ডিলারদের পরামর্শ বিবেচনায় সমস্যা সমাধানের আশ্বাস দেন। ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে একটি ইউনিটে আশি হাজার স্কয়ার ফিট টাইলস উৎপাদন করে আসছে প্রতিষ্ঠানটি। এছাড়াও নির্মানাধীন আরো তিনটি ইউনিটে খুব শীঘ্রই উৎপাদন শুরু করবে প্রতিষ্ঠানটি।

Comments
Loading...