Connecting You with the Truth

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৩৩

নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কারনালি প্রদেশের সুরখেত এলাকায় গত এক সপ্তাহে বন্যা-ভূমিধসে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন কমপক্ষে আরও ২২ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কয়েক শ বাড়ি ধ্বংস হয়েছে।

পার্বত্য অঞ্চল হওয়ায় উদ্ধারকারীরা ঘটনাস্থলে ঠিকমতো পৌঁছাতে পারছেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নেপালি সংবাদমাধ্যম অন্নপূর্ণা পোস্টকে পুলিশের এক মুখপাত্র বলেছেন, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাদের পাঠানো হচ্ছে।

সুরখেতে উদ্ধারকাজ চালানোর জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, কালিকট জেলা থেকে নিখোঁজের সংবাদ বেশি আসছে। প্রবল বৃষ্টির পূর্বাভাষ পাওয়ার পর কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

নেপালের জরুরি সেবা বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, কারনালি প্রদেশে কারনালি নদীর পানি স্বাভাবিক সময়ের চেয়ে ৩৯ ফুট বেড়ে যাওয়ায় কয়েকটি সেতু ভেসে গেছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা জানিয়েছে, নেপালের পশ্চিমাঞ্চলে দুর্গতদের মধ্যে খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে।

নেপালের ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, চলতি বর্ষায় নেপালে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বিপর্যয়ে অন্তত ১১০ জন নিহত হয়েছেন। সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.