Connecting You with the Truth

নোয়াখালী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

cocktail bombনোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী শহরের মাইজদীতে জজকোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণ করেছে হরতাল ও অবরোধ সমর্থনকারীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত কাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতাল চলাকালে গত কাল দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেলা জজকোর্টের ক্যান্টিনের পার্শ্ববর্তী আইনজীবী সহকারীদের কক্ষের ছাদে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোর্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments
Loading...