নোয়াখালী কম্পিউটার সমিতির নির্বাচন সম্পন্ন বাহার-সভাপতি, রাফী-সম্পাদক, ছায়েদ-কোষাধ্যক্ষ নির্বাচিত
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার রাতে নোয়াখালী কম্পিউটার সমিতি (এনসিএস) এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের ধান সিঁড়ি ফুড জোন এ অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মো. আবদুল ওয়াদুদ বাহার, সহ-সভাপতি মনছুর আহাম্মেদ জুয়েল, সাধারণ সম্পাদক পদে গোলাম কিবরিয়া রাফি, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আবু ছায়েদ, যুগ্ম-সম্পাদক পদে ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. মাসুদ, সদস্য পদে সাইদ-উল-হাসান, আল আমিনসহ ৯ সদস্য বিশিষ্ট কমিটি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে। মাইজদী বেস্ট কম্পিউটারের পরিচালক মো. ফিরোজ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে। জানা যায়, এটা সমিতির তৃতীয় দফা নির্বাচন। সমিতির কার্যক্রম আরো গতিশীল, যুগোপযোগী ও গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য আশাবাদ ব্যক্ত করেছে অনেকে।