Connecting You with the Truth

নড়াইলে বাল্যবিয়ে রেজিস্ট্রির দায়ে কাজীর জেল-জরিমানা

 

হিমেল মোল্যা, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বাল্য বিয়ে রেজিস্ট্রি করার দায়ে সদর উপজেলার হবখালী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোঃ শরিফুল ইসলাম (৩৪) কে এক মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮ টার দিকে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন এ রায় দেন।
জানা গেছে, শুক্রবার বিকেলে সদরের বিলডুমুরতলা গ্রামের শের খানের মেয়ে মোছাঃ সেতু খানমের (১৪) সঙ্গে পার্শ্ববর্তী হবখালী গ্রামের এক ছেলের বিয়ে রেজিস্ট্রি করেন ওই কাজী। সেতু খানম সদর উপজেলার সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

বিষয়টি জানাজানি হলে পুলিশ ওই কাজীকে আটক করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের আদালতে হাজির করে। এ সময় নির্বাহী কর্মকর্তা তাকে এক মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

নড়াইল সদর উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

Comments
Loading...