পরমাণু বোমা ব্যবহারের হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক : চিরবৈরী প্রতিবেশী দেশ ভারতকে ইঙ্গিত করে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সোমবার জিও টিভির ‘জিরগা’ নামের এক অনুষ্ঠানে সরাসরি ভারতের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘পরমাণু অস্ত্র ব্যবহারের মতো পরিস্থিতি যেন কখনো তৈরি না হয়, সেজন্য আমাদের প্রার্থনা করা উচিত। তবে অস্তিত্ব রক্ষায় প্রয়োজন পড়লে আমরা এগুলো (পরমাণু অস্ত্র) ব্যবহার করব।’ বুধবার এ খবর জানায় ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ‘যেহেতু পরমাণু অস্ত্র সাজসজ্জার জন্য নয়, তাই এগুলোর ব্যবহারের বিকল্প আছে। তবে এ কাজে আমরা নিরুৎসাহিত করি।’
ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসের ইন্ধন জুগিয়ে পাকিস্তানে ছায়াযুদ্ধ চালাচ্ছে বলেও অভিযোগ তার। পাকিস্তানের প্রতিরক্ষাব্যবস্থা অনেক শক্তিশালী বলে সতর্ক করে দেন তিনি।