Connecting You with the Truth

পাংশায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

পাংশায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার পূর্ব পাট্টা বিলবিহারী গ্রামে গোলাগুলির এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার পাংশা উপজেলার শান্তিখোলা গ্রামের জিয়ারত মন্ডলের ছেলে কামাল হোসেন (৪৭) এবং চৌবাড়ীয়া গ্রামের জলাল খা’র ছেলে ওমর খা (৩৫)। এ সময় পাংশা পুলিশসহ ৪ জন আহত হয়েছেন।

পাংশা থানার এসআই আবু সায়েম বলেছেন, বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার পূর্ব পাট্টা বিলবিহারী গ্রামে গোলাগুলির এই ঘটনায় দুইজন মারা যান।

তিনি জানান, এর মধ্যে ওমর খাঁর বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ বিভিন্ন অভিযোগে চারটি এবং কামালের বিরুদ্ধে পাংশা থানার সাবেক ওসি মিজানুর রহমান হত্যাসহ ডাকাতি ও অস্ত্র আইনের পাঁচটি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে দু’টি ওয়ানশুটার গান, একটি একনলা বন্দুক ও পাঁচটি কার্তুজ, ৬টি গুলির খোশা উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্দের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...