পাটগ্রামে পল্লী উন্নয়ন দপ্তরের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
হাতীবান্ধা, প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র ও অসহায় ১২ জন নারীর মাঝে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাটগ্রাম উপজেলা চেযারম্যানের কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন হস্তান্তর করেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বাবুল।এসময় পাটগ্রামের ইউএনও নূর কুতুবুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কাশেম ও প্রডাকশন ম্যানেজার সুমন মিয়া উপস্থিত ছিলেন। প্রডাকশন ম্যানেজার সুমন মিয়া জানান, উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিত করণ কর্মসূচি(উদকনিক)-২য় পর্যায়ের ১০ম ব্যাচের প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষণ শেষে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তারা যেন এই সেলাই মেশিন দিয়ে কাজ করে স্বালম্বী হয়ে উঠতে পারে।