Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাবনার রিক্সাচালকের ছেলে বাংলাদেশের দ্রুততম মানব খেতাব অর্জন

পাবনা প্রতিনিধি: সোমবার সকাল ১০ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃ প্রাথমিক ক্রীয়া প্রতিযোগিতায় পাবনা জেলার বেড়া উপজেলার রাকসা সাফুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ তারিকুল ইসলাম ১০০ মিটার দৌড়ে ১ম স্থান অধিকার করে স্বর্ন পদক ও দ্রুততম মানব খেতাব অর্জন করে এবং দীর্ঘলম্ফে ২য় স্থান অধিকার করে রৌপ্য পদক অর্জন করে। স্কুলের প্রধান শিক্ষক মোঃ সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। খবরটি তার এলাকায় পৌছালে তার পিতা শ্রমজীবি ভ্যান চালক মো আব্দুল হালিম আনন্দে কান্নায় ফেটে পরে।  তার সন্তানের জন্য সকলের দোয়া কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.