Connecting You with the Truth

পাবনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

পাবনা প্রতিনিধি:
পাবনায় আগামী ২৩ জানুয়ারি হতে ২৫ জানুয়ারি ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ কর্মসূচিতে জনসম্পৃক্ততা বাড়াতে এবং তৃণমূল পর্যায়ে স্বল্পমূল্যে কম সময়ে ও সহজে সরকারি সেবা পৌঁছে দেয়ার বিষয়ে জনগণকে অবহিত করতে এ মেলার আয়োজন করা হচ্ছে।
এ উপলক্ষে গত সোমবার পাবনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এক প্রেস ব্রিফিং এর আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোল্লা মাহমুদ হাসান, এডিএম মুন্সী মো. মনিরুজ্জামান, সদর ইউএনও রায়হানা ইসলাম, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. মঞ্জুরী মওলা, পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সভাপতি শিবজিত নাগ, বিটিভি প্রতিনিধি অধ্যক্ষ আব্দুল মতিন খান, এনটিভি ও সমকাল প্রতিনিধি এবিএম ফজলুর রহমান, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি অধ্যাপক রফিকুল ইসলাম সুইট, বেতার প্রতিনিধি সুশীল তরফদার, মাছরাঙ্গা প্রতিনিধি শহীদুল ইসলাম রিজু প্রমুখ।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলা অনুষ্ঠিত হবে পাবনা আরএম একাডেমি মিলনায়তনে। মেলা উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। মেলায় ডিজিটাল সেন্টার, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও ইনোভেশনের উপর তিনটি সেমিনার, ২৬টি স্টল, ইন্টারনেট ব্রাউজিং এর জন্য ফ্রি ওয়াই-ফাই, পথনাটক, সঙ্গীতানুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণীর আয়োজন রয়েছে।

Comments
Loading...