Connecting You with the Truth

পালাতে গিয়ে বিএসএফ’র হাতে আটক ই-অরেঞ্জ পৃষ্ঠপোষক, কোচবিহার আদালতে ৭ দিনের রিমান্ড

পালাতে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক ও বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে কোচবিহারের আদালত ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) শেখ সোহেল রানাকে কোচবিহারের আদালতে তোলা হয়।

আটক হওয়ার পর সোহেল রানা এক জবানবন্দিতে জানান, দেশে লালমনিরহাটের পাটগ্রামে বাবু নামের একজন তাকে ১০ হাজার টাকার বিনিময়ে ভারতে পার করে দেয়। এছাড়াও ভারতের কিছু লোক তাকে বিনা পাসপোর্টে দেশটিতে প্রবেশ করতে সাহায্য করে। পাশাপাশি জিজ্ঞাসাবাদে বিএসএফকে সোহেল জানান, তার পরিকল্পনা ছিল শিলিগুড়ি হয়ে নেপালে পালিয়ে যাওয়া।

এর আগে শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে তাকে আটক করে বিএসএফ। পরবর্তীতে সোহেলকে কোচবিহারের মেখলিগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

Comments
Loading...