Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পীরগঞ্জে পাখি মেলার উদ্বোধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: “পাখ-পাখালি দেশরত্ন, আসুন করি সবাই যত্ন” এই শ্লোগানকে ধারণ করে প্রজন্মের নানা জাতের পাখির সাথে পরিচয় ঘটাতে রংপুরের পীরগঞ্জে ৩ দিন ব্যাপী পাখি মেলার গত শনিবার বিকাল ৫ ঘটিকায় উদ্বোধন করা হয়েছে। ফতেপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের উদ্দ্যোগে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সার্ভিক সহযোগীতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় নানা জাতের সশ্রাধিক প্রকার পাখির আমদানি ঘটানো হয়েছে। পরিবেশ প্রকৃতি এবং প্রজন্মের সচেতনতা অর্জন করার ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই মেলার আয়োজন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানুর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আবু ছালেহ মো: তাজিমুল ইসলাম শামীম, বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মাসুদার রহমান, পাখি মেলার কমিটির আহব্বাহক ও ফতেপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষক তারিকুল ইসলাম তিতাস, রুহুল আমিন বিএসসি, পরে শান্তির পায়রা কবুতর আকাশে উড়িয়ে দিয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন। গতকাল রবিবার মেলায় সাধারণ জনতার উপছেপড়া ভির লক্ষ্য করা গেছে।

Leave A Reply

Your email address will not be published.