Connecting You with the Truth

পীরগঞ্জের শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর করলেন: স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মঙ্গলবার সংসদ ভবনস্থ তাঁর বাসভবনে ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) এর ১৫টি ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ১৫(পনের) শত পিছ কম্বল বিতরণের জন্য হস্তান্তর করেন । ইতোপূর্বে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৮(আট) হাজারের অধিক শীতবস্ত্র পীরগঞ্জের দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। সম্প্রতি পীরগঞ্জসহ সারাদেশে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে স্পীকার তাঁর নির্বাচনী এলাকায় নতুন করে ১৫(পনের) শত কম্বল বিতরণের জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন। স্পীকার বলেন, এ শীতবস্ত্র শীতার্তদের দুর্দশা লাঘবে সহায়ক হবে। তিনি বলেন,সরকার শীতার্ত দেশবাসীর দু:খ দুর্দশা দূর করতে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু,পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম ও রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনি স্পীকারের নিকট থেকে কম্বল বিতরণের জন্য গ্রহণ করেন।

Comments
Loading...