Connecting You with the Truth

পীরগাছায় টেন্ডার ছাড়াই ৬শ গাছ কর্তনের অভিযোগ


স্টাফ রিপোর্টারঃ
মেয়াদ পূর্তির আগে টেন্ডার ছাড়াই রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে ৬শ গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। কর্তনকৃত গাছগুলো বিক্রয় করে প্রায় ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চেয়ারম্যান নিয়ন্ত্রিত সংঘবদ্ধ চক্রটি। এজন্য ওই চক্রটির বিরুদ্ধে রংপুরের জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী জেলার পীরগাছা উপজেলার ছাওলা ইউপির পশ্চিম হাগুড়িয়া হাসিম গ্রামের আবু বক্করের ছেলে আশরাফুল ইসলাম বুধবার সকালে জানান, কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটিসহ ৩টি রাস্তার দু’ধারে রোপণকৃত বিভিন্ন প্রজাতির প্রায় ৬শ গাছ দফায় দফায় কর্তন করে প্রভাবশালী ওই চক্রটি। সেই সঙ্গে কর্তনকৃত গাছগুলো বিক্রয় করে দিয়ে প্রায় ৪৫ লাখ টাকা হাতিয়ে নেয়।

অভিযোগকারী আরও বলেন, গাছখেকো ওই সংঘবদ্ধ চক্রের মূলহোতা ছাওলা ইউপি চেয়ারম্যান। বিষয়টি জানতে চাইলে চুক্তির শর্ত ভঙ্গ ও টেন্ডার ছাড়াই গাছ কর্তনের কথা স্বীকার করে ছাওলা ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল হাকিম বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ২০ বছরের চুক্তিনামা সম্পাদন করে গাছ রোপণ করেন কাশিম গ্রামের মরহুম আ. হাকিম। তবে অভিযোগকারীরা দাবিকৃত চাঁদা না পেয়ে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাউজুল কবির বলেন, জেলা প্রশাসকের নির্দেশ পেয়ে সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।

Comments
Loading...