Connecting You with the Truth

পীরগাছায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেলনা পঞ্চম শ্রেণীর ছাত্রী

Pirgachhaপীরগাছা(রংপুর) সংবাদাতা:

রংপুরের পীরগাছায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলনা পঞ্চম শ্রেণীর ছাত্রী নুর জাহান(১১)। আর এঘটনাটি ঘটেছে গত শনিবার ছাওলা ইউপির গাবুড়া গ্রামে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ওই গ্রামের নূর হোসেনের কন্যা শিবদেব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী নুর জাহানকে তার পিতা ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ সরকারের সহায়তায় একই গ্রামের জাফর আলীর ছেলে সুজন মিয়া(১৩) এর সাথে বিয়ে ঠিক করে। এঘটনা জানতে পেরে এলাকার সচেতন মহল বাঁধ সাজে। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। ছেলের বাবা একজন নৌকার মাঝি আর ছেলে রতনপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্র। ওই দিন গভীর রাতে ইউপি সদস্য ও মেয়ের বাবা জোড় পূর্বক এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গের চোখ ফাকি দিয়ে ওই বিয়ে সম্পন্ন করেন। বর্তমানে ওই আলোচিত বিয়ের ব্যাপারটি এলাকায় তোলপার করছে এবং সবার কাছে মুখরোচক আলোচনা হিসেবে স্থান পেয়েছে।
তবে সচেতন মহল এর তীব্র সমালোচনা এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন

Comments
Loading...