Connecting You with the Truth

প্রতিবাদী জেনেলিয়া

Genelia-D’Souza-Cute-In-Red-Dress-At-Telugu-Film-‘Naa-Ishtam’-Audio-Success-Meet-27বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন পর বলিউডের নতুন ছবির মাধ্যমে ফিরছেন অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা। তার অভিনীত ‘ইটস মাই লাইফ’ ছবিটি আগামী কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে। আনিজ বাজমি পরিচালিত এ ছবিতে হারমান বাওয়েজার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে। ২০১২ সালে অভিনেতা-প্রযোজক রিতেশ দেশমুখের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনেলিয়া। এর মাধ্যমে দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্ক পরিণয়ে রূপ নেয় তাদের। বিয়ের পর থেকেই নতুন ছবিতে আর অভিনয় করা হয়নি জেনেলিয়ার। গত বছর এ অভিনেত্রী একটি ছেলে সন্তানের জন্ম দেন। বর্তমানে স্বামী, সংসার ও ছেলে সন্তান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তার ফাঁকেই শেষ করেছেন ‘ইটস মাই লাইফ’ ছবির কাজ। এ ছবির মাধ্যমে অন্য এক জেনেলিয়াকে আবিষ্কার করা যাবে। চমকদার বিষয় হলো, বিয়ে ও সন্তান জন্মদানের পর এটি প্রথম ছবি হলেও এখানে জেনেলিয়াকে বেশ কিছু দৃশ্যে বিকিনি পরা অবস্থায় দেখতে পাবেন দর্শক। সন্তান জন্মদানের পরও নিজের শারীরিক সৌন্দর্য এতটুকু নষ্ট হতে দেননি এ অভিনেত্রী। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে জিম করতেন তিনি। যার ফলশ্র“তিতে আবেদনময়ী রূপেই জেনেলিয়াকে এ ছবিতে দেখা যাবে। বনি কাপুর ও অভিনেত্রী শ্রীদেবী প্রযোজিত এ ছবিতে একজন আধুনিক প্রতিবাদী তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন জেনেলিয়া। প্রায় তিন বছর পর ছবি মুক্তি পেতে যাওয়ায় বেশ আনন্দিত তিনি। এ বিষয়ে জেনেলিয়া বলেন, এতদিন পর ফিরতে পেরে ভালো লাগছে। আরও ভালো লাগছে আনিজ বাজমির মতো গুণী পরিচালকের মাধ্যমে প্রত্যাবর্তনটা হচ্ছে বলে। ছবির গল্প অনেক চমৎকার। আমার চরিত্রটি প্রতিবাদী নারীর। এরকম চরিত্রে এর আগে অভিনয় করি নি আমি। আমি ছবিটি নিয়ে অনেক আশাবাদী।

Comments