প্রিমিয়ার ডিভিশনে সেভিয়া ড্র, গ্রানাডা, মালাগার জয়
স্পোর্টস ডেস্ক:
স্প্যানিস লিগা (প্রিমিয়ার ডিভিশন) ম্যাচের প্রথম দিন ড্র করেছে সেভিয়া ও ভ্যালেন্সিয়া। তবে, জয় পেয়েছে গ্রানাডা, মালাগা। আর ১-১ গোলে ড্র করেছে আলমেরিয়া এবং এসপানিওল। প্রায় সাড়ে ২৯ হাজার দর্শকের উপস্থিতিতে ঘরের মাঠে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল সেভিয়া। ভ্যালেন্সিয়ার শেষ মুহুর্তের গোলে জয় হাতছাড়া করে তারা। প্রধমার্ধের শেষ মিনিটের আগে গোল পেয়ে ১-০ লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিক সেভিয়া। ম্যাচের ৪৪ মিনিটে সেভিয়ার হয়ে গোলটি করেন ২৫ বছর বয়সী স্পেনের স্ট্রাইকার অ্যালেক্সিস ভিডাল। দ্বিতীয়ার্ধে গোলের দেখা না পেলে একরকম জয়ের স্বাদ পেতে থাকে তারা। তবে, ম্যাচের ৮৮ মিনিটে আর্জেন্টিনার ২৫ বছর বয়সী ডিফেন্ডার লুকাস অরবানের সমতাসূচক গোলে সেই জয়ের স্বাদ থেকে বঞ্চিত হয় সেভিয়া। এদিকে ঘরের মাঠে দিপোরতিভোর বিপক্ষে জয় পেয়েছে গ্রানাডা। ম্যাচের ২০ মিনিটে ইভান কাভালিইরোর গোলে লিড নেয় দিপোরতিভো। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় অতিথীরা। দ্বিতীয়ার্ধের দশ মিনিট পেরুতেই ম্যাচে ফেরে স্বাগতিক গ্রানাডা। ৫৫ মিনিটে সমতাসূচক গোলটি করেন রুবেন রোচিনা। আর ২০ মিনিট পর গ্রানাডার জয়সূচক গোলটি করেন ফ্রান্সের ব্যাবিন। ফলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রানাডা। অপরদিকে মালাগার মাঠে ম্যাচের ৩৫ মিনিটে লুইস আলবার্তোর একমাত্র গোলে জয় পায় স্বাগতিকরা। অ্যাতলেতিক ক্লাবের বিপক্ষে ১-০ গোলে জয় পায় মালাগা। অন্য ম্যাচে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল খেয়ে ঘরের মাঠে জয় হাতছাড়া করে আলমেরিয়া। প্রথমার্ধ গোল শুন্য থাকলেও ম্যাচের ৫২ মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করেন সোরিয়ানো। কিন্তু এসপানিওলের সার্জিও গ্রাসিয়ার গোলে ড্র হয় ম্যাচটি। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে।