ফখরুলের জামিনের মেয়াদ ছয় সপ্তাহ বাড়ল
চিকিৎসার জন্য বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ ছয় সপ্তাহ বাড়িয়েছেন আপিল বিভাগ। ছয় সপ্তাহ পর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মির্জা ফখরুলের পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং রাষ্ট্রপক্ষ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৩ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য আট সপ্তাহের সময় চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।
গত ১৩ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে ছয় সপ্তাহের জামিন দেন। এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর যান। পরে সেখান থেকে যান যুক্তরাষ্ট্রে।
বাংলাদেশেরপত্র/ এডি/ আর