ফরিদপুরে জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা
হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
প্রশাসনের কড়া নিরাপত্তা ও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ফরিদপুরে অবাধ ও সুষ্ঠুভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার ভোটে নির্বাচিতরা হলেন, ৪নং ওয়ার্ডে মির্জা আহসানুজ্জামান আজাউল, ৫নং ওয়ার্ডে অধ্যাপক দেব প্রসাদ রায়, ৬নং ওয়ার্ডে মোঃ আবু জাফর সিদ্দিকী, ৭নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ৮নং ওয়ার্ডে শেখ শহিদুল ইসলাম, ১০ নং ওয়ার্ডে খন্দকার জাকির হোসেন নিলু ১১ নং ওয়ার্ডে কামাল হোসেন, ১২নং ওয়ার্ডে মোঃ শাহিন শেখ শাহিনুর, ১৩নং ওয়ার্ডে মোঃ দেলোয়ার হোসেন, ১৫ নং ওয়ার্ডে গোলাম রাব্বানী পান্নু কাজী। সংরক্ষিত আসনে নির্বাচিতরা হলেন, ৩নং ওয়ার্ডে বিউটি আক্তার, ৪নং ওয়ার্ডে আঞ্জুমান আরা বেগম এবং ৫নং ওয়ার্ডে বিউটি বেগম।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ লোকমান হোসেন মৃধা, সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে এফ মোশাররফ হোসাইন, ২নং ওয়ার্ডে সাহেব সারোয়ার, ৩নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক মোল্যা, ৯নং ওয়ার্ডে আবদুর রব মোল্যা ও ১৪নং ওয়ার্ডে সায়েদীদ কামাল লিপু এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে ঝর্না হাসান, ২নং ওয়ার্ডে সুরাইয়া সালাম নির্বাচিত হন।