ফেনীতে টমটম শ্রমিকদের বিক্ষোভ মিছিল
বেলাল পাটোয়ারী, ফেনী সদর:
ফেনীতে ব্যাটারিচালিত টমটম মালিক ইউনিয়নের সভাপতি একরাম উল্যাহ সাবলুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। গতকাল দুপুরে শহরের গুলশান মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে শ্রমিকরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন ।
এর আগে মঙ্গলবার রাতে টমটম মালিক ইউনিয়নের সভাপতি একরাম উল্যাহ সাবলুকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও শহরে টমটম বন্ধের প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে টমটম শ্রমিকরা আন্দোলন করে আসছেন।