ফেনীতে ট্রেন-বাস সংঘর্ষ, আহত ১৫
শেখ রাসেল, ফেনী সদর:
ফেনীর ফতেহপুরে রেল গেইট এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় অন্তত প্রায় ১৫ যাত্রী আহত হয়। এ ঘটনায় ৭ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ থাকে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায়।
জানা যায়, ফেনী থেকে কুমিল্লাগামী যাত্রীবাহী একটি বাস ফতেহপুর রেলগেইট অতিক্রম করা কালে গাড়িটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ফেনীর প্রবেশ পথে ফতেহপুর রেলগেইটের কাছাকাছি আসলে যাত্রীরা দ্রুত গতিতে নামতে সক্ষম হলেও বাসটি সরানোর সম্ভব হয়নি। এ সময় দ্রুতগ্রামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটির ধাক্কা খেয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসের কিছু অংশ ট্রেনের ইঞ্জিনের সাথে আটকা পড়ে কিছুদুর আসার পর ট্রেনের ইঞ্জিনের সামনের ৪টি চাকা লাইনের বাইরে পড়ে যায়। এতে প্রায় ১৫ ট্রেনযাত্রী আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেনীর স্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানায়, চট্টগ্রাম ও লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে দীর্ঘ সময় ধরে উদ্ধার কাজ সমাপ্ত করে। পরে গতকাল ভোর ৪টা থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।