বগুড়ায় ইউপি চেয়ারম্যানের উপড় ডাকাতের হামলা
ইমরান হোসেন, বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার ৯ নং মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব ডা. আব্দুল হাকিম এর উপরে রবিবার রাত ১১ টার দিকে হামলার ঘটনা ঘটেছে। বিশ্বস্ত সুত্রে জান যায় চেয়ারম্যানের গতকাল তার ইউনিয়নের হাটুর পাড়া নামক গ্রামে একটি অনুষ্ঠানের অতিথি ছিলেন। সেখান থেকে রাত ৮ টায় ফিরছিলেন এসময় তার সংঙ্গে ছিলেন ইউনিয়নের কয়েক জন নেতাকর্মী বাহন হিসাবে ছিল মোট ৪ টি মটরসাইকেল। তারা ফিরছিলেন পাশ্ববতী গ্রাম সাবানপুর হয়ে সেখানে একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখান থেকে রাত ১১ টার পরে তার নেতাকর্মী সহ বাসার উদ্দেশ্যে রওনা হন। কাহালুর সেই আলোচিত মালঞ্চা দূরগাপুর সড়কের বয়রা নামক স্থানে আসতেই রাস্ততার উপরে গাছের ডুম ফেলে আটকিয়ে দেয় ডাকাতরা। এসময় পিছে পড়ে থাকা নেতাকর্মী ২ টি মটরসাইকেলে মোট ৬ জন ঘটনাস্থলে এসে সবাই চিৎকার দিতে থাকলে ডাকাতরা সবাই পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাহালু থানা পুলিশ এবিষয়ে ওসি সুমিত কুমার কুন্ডু জানান তারা ডাকাত দল ছিল। এবিষয়ে চেয়ারম্যান জানান আমাকে যারা এট্যাক করেছে তারা আমার কোন ক্ষতি করেনি তারা আমাদের জনবল বেশী দেখে নিজেরাই পালিয়েছে আমার মনে হয় তারা ৬/৭ জনের একটি ডাকাত দল ছিল। আরো জানাযায় ঐ বয়রা নামক স্থানে দীঘদিন যাবত ডাকাতরা অনেক মটরসাইকেল ও টাকা ছিনিয়ে নিয়ে মারধর করতো। তবে জায়গাটি খুবি ভয়ানক।